১৪ শতাংশ ছেলেমেয়ে বয়ঃসন্ধিতেই উচ্চ রক্তচাপে আক্রান্ত
তরুণরা ধনী বা স্বাবলম্বী হওয়ার আগেই বৃদ্ধ হয়ে যাচ্ছে
গাইবান্ধা-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের ১৪ শতাংশ ছেলেমেয়ে বয়োঃসন্ধিকালেই উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছেন। তাদের অনেকের ডায়াবেটিকসও রয়েছে। কারও কারও ডায়াবেটিকস এবং উচ্চ রক্তচাপ-দুটিই রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় একথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।
শামীম হায়দার বলেন, আমরা জাতিগতভাবে একটি সমস্যায় পড়েছি। তরুণরা ধনী বা স্বাবলম্বী হওয়ার আগেই বৃদ্ধ হয়ে যাচ্ছে। বয়স ৩৫ বা ৪০ বছর। কিন্তু তাদের বয়সের সঙ্গে বায়োলজিক্যাল বা মেডিকেল হেলথের বয়স ১০ বছর যুক্ত হয়ে যাচ্ছে। এই বয়সেই হার্টের অবস্থা নাজুক, ফুসফুস খারাপ হয়ে যাচ্ছে। ডায়াবেটিস ও প্রেসার হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ডায়াবেটিকসে আমরা পৃথিবীতে ১১তম অবস্থানে আছি। অথচ এসব বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একই সঙ্গে জ্বলন্ত উনুন এবং কড়াই-দুটির মধ্যেই থাকেন। এই মন্ত্রণালয় সত্যিই উত্তপ্ত। কিন্তু আমরা যেসব সমস্যার কথা বলি, মন্ত্রী কোনো পদক্ষেপ নেন না।
শামীম হায়দার বলেন, আমি আমার এলাকার হাসপাতালের বিষয়ে অস্ত্রোপচারের জন্য একজন অ্যানেন্থেওলজিস্ট ও একজন গাইনোকোলিস্ট দরকার বলেছিলাম। কিন্তু এখন পর্যন্ত এটি হয়নি। আমি আশা করছি, স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন।
তিনি বলেন, একটি কথা বলতে চাই। স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০০ হাসপাতাল করেছে। কিন্তু এসব হাসপাতালে যে অ্যানেস্থেওলজিস্ট লাগবে, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। চিকিৎসকরাও প্রশিক্ষণটা নিতে চান না। আমি মনে করি, যেকোনো হাসপাতাল করার আগে এই বিষয়ে পূর্ণাঙ্গ অনুমান ও যাচাইবাছাই করা উচিত।