১১ বছরে সিএইচসিপিদের বেতন ১ টাকা বাড়েনি
সিএইচসিপিদের নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায় আপিল বিভাগেও নিষ্পত্তি হয়েছে
গাইবান্ধা-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডাররা (সিএইচসিপি) ২০১১ সালে মাত্র ১১ হাজার টাকা বেতনে যোগদান করেন। ১১ বছর পরও তারা একই বেতন পাচ্ছেন। এটি তাদের প্রতি চরম বৈষম্য।
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় একথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।
শামীম হায়দার বলেন, সিএইচসিপিদের নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায় আপিল বিভাগেও নিষ্পত্তি হয়েছে। ফলে তাদের চাকরি নিয়মিত করতে আইনগত কোনো বাধা নেই। আমি মনে করি, দ্রুত তাদের চাকরি নিয়মিত করে আগের বেতনভাতা দেওয়া উচিত এবং এটি রাষ্ট্রীয় দায়িত্ব।
তিনি বলেন, মেডিকেল টেকনলজিস্টরা অনেক আশা নিয়ে ভর্তি হয়েছিলেন। তারা ভেবেছিলেন, এই খাতে অনেক পদ খালি, চাকরি পাওয়া সহজ হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোনো নিয়োগ হচ্ছে না। জনবল সংকটে কাজ করতে পারছে না হাসপাতাল। দ্রুত তাদের নিয়োগের ব্যবস্থা করা দরকার।