বিএসএমএমইউর বাজেটে বন্ধ্যাত্ব নিরসনে বরাদ্দ ৫ কোটি টাকা
বন্ধ্যাত্ব নিরসনের জন্য গবেষণায় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি টাকা। গবেষণার জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৬৯০ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
এই বাজেটে বন্ধ্যাত্ব নিরসনে অতিরিক্ত বরাদ্দ ৫ কোটি টাকা। গেল ২০২১-২০২২ অর্থবছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৫৪৪ কোটি ৬৮ লাখ টাকা।
বুধবার (২৯জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এর আগে উপাচার্যের সভাপত্বিতে ৮৬তম সিন্ডিকেট সভায় সদস্যদের সম্মতিক্রমে এ বাজেট অনুমোদন করা হয়।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, উপাচার্য হিসেবে এটি আমার প্রথম বাজেট। এ বাজেটে নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা হবে ৬০ কোটি টাকা। এ বছরে ঘাটতি বাজেট ১৩০ কোটি টাকা। ঘাটতির বিষয়ে সরকারের সঙ্গে আলাপ করবেন বলেও জানান তিনি।
বিভিন্ন গবেষণায় এ বিশ্ববিদ্যালয় সাফল্যা অর্জন করেছে জানিয়ে ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বন্ধ্যাত্ব নিরসনের জন্য গবেষণায় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি টাকা। গবেষণার জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি টাকা।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন করে চালু করা হয়েছে এমএসসি নার্সিং কোর্স। কোনো রোগীকে যাতে দেশের বাহিরে যেতে না হয়, সেজন্য শিগগিরই চালু করা হবে স্পেশালাইজড হাসপাতাল।
করোনাকালীন শুধু সেবা দেওয়া হয়নি, পরিস্থিতি মোকাবিলায় এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানান উপাচার্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, পরিচালক (অর্থ ও হিসাব) গৌর কুমার মিত্র প্রমুখ।