হজযাত্রীদের কলেরা টিকার সনদ বাধ্যতামূলক
বাংলাদেশের সব টিকাকেন্দ্র এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে
হজযাত্রীদের কলেরা টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত সোমবারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের সব টিকাকেন্দ্র এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সে মোতাবেক হজযাত্রী, অপারেটিং সব হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি নিশ্চিতের জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো।
সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সব হজযাত্রীর জন্য কলেরার টিকার সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য হজযাত্রীদেরকে অন্যান্য টিকা গ্রহণকালে ‘সৌদি আরব যাত্রার আগের ৭ দিন থেকে তার কোনো কলেরা হয়নি বা এ-সংক্রান্ত কোনো লক্ষণ তার শরীরে দেখা যায়নি’- এমন সনদ গ্রহণ করতে হবে। সৌদি আরবে চেকিং করার সময় ওই সনদ প্রদর্শন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।