ওমিক্রনের নতুন সাবভ্যারিয়েন্ট শনাক্ত

ডক্টর টিভি রিপোর্ট
2022-06-21 18:46:13
ওমিক্রনের নতুন সাবভ্যারিয়েন্ট শনাক্ত

ওমিক্রন ধরনের নতুন সাবভ্যারিয়েন্ট বিএ.৪/৫


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে বাংলাদেশি দুই জনের শরীরে করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের নতুন সাবভ্যারিয়েন্ট বিএ.৪/৫ (BA.4/5) শনাক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার জিনোম সেন্টারের একদল গবেষক যশোরের দুজন আক্রান্ত ব্যক্তির থেকে সংগৃহীত ভাইরাসের আংশিক (স্পাইক প্রোটিন) জিনোম সিকুয়েন্সের মাধ্যমে করোনার নতুন এই উপধরণটি শনাক্ত করে। যাদের একজনের বয়স ৪৪ এবং আরেকজনের বয়স ৭৯ বছর। আক্রান্ত ব্যক্তির একজন করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ এবং অপরজন দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং আরেকজন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য গত এক সপ্তাহ ধরেই বাড়ছে করোনা শণাক্তের সংখ্যা। শণাক্তের হার ১১ ছাড়িয়েছে। তিন সপ্তাহ পর গতকাল ও আজ করোনায় প্রাণ হারিয়েছে দুইজন। 


আরও দেখুন: