সুনামগঞ্জে ১৩ হাসপাতালে পানি
সুনামগঞ্জের কৈতক ২০ শয্যা হাসপাতালে অন্তত ১০০ গ্রামের ৫০ হাজার মানুষ আসেন চিকিৎসা নিতে
সুনামগঞ্জের সরকারি ১৩ হাসপাতালে বন্যার পানি ঢুকেছে। এতে আউটডোরের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তবে ভর্তি রোগীদের দোতলায় রাখা হয়েছে।
পানিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নষ্ট হচ্ছে। বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি না বিপাকে পড়েছেন রোগীরা।
সুনামগঞ্জের কৈতক ২০ শয্যা হাসপাতালে অন্তত ১০০ গ্রামের ৫০ হাজার মানুষ আসেন চিকিৎসা নিতে। বন্যার কারণে হাসপাতালে আসতে পারছেন না তারা। একই অবস্থা জেলার বাকি ১২টি সরকারি হাসপাতালে।
কৈতক হাসপাতালে বর্তমানে ১৬ রোগী ভর্তি রয়েছেন। বন্যা পরিস্থিতির মাঝেই এখানে জন্ম নিয়েছে ফুটফুটে দুই নবজাতক। তবে বন্যার মধ্যেও কার্যক্রম অব্যাহত রেখেছেন চিকিৎসকরা।
এদিকে বন্যা দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে কৈতক হাসপাতালের পাঁচতলা দুটিসহ পাঁচটি ভবন ছেড়ে দেওয়া হয়েছে।