নারী চিকিৎসকের 'আত্মহত্যা'

Online Desk
2022-06-15 22:33:21
নারী চিকিৎসকের 'আত্মহত্যা'

তার বয়স হয়েছিল ৩০ বছর।

সিলিংফ্যানে ঝুলন্ত নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় গাজীপুর টঙ্গীর মাছিমপুরের নিজ বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চত করেছে মৃতের একাধিক বন্ধু-বান্ধব।

মৃত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বন্যা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন।

সূত্র মতে, একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন ডা. জান্নাতুল ফেরদৌস। কয়েক মাস ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া চলছিল।

মঙ্গলবার সন্ধ্যায় ফের স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এরই জের ধরে নিজ ঘরের সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঝুলন্ত অবস্থায় ডা. জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।’

মৃত্যুকালে ডা. জান্নাতুল ফেরদৌস বয়স হয়েছিল ৩০ বছর। 


আরও দেখুন: