ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

ডক্টর টিভি রিপোর্ট
2022-06-15 13:01:05
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

আজ বুধবার (১৫ জুন) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চলবে ১৯ জুন পর্যন্ত

আজ বুধবার (১৫ জুন) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চলবে ১৯ জুন পর্যন্ত।

এ সময় সারা দেশে ৬-১১ মাস বয়সী শিশুদের বিনামূল্যে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ বিকেল ৩টায় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচি বিভাগ থেকে জানানো হয়, সারা দেশে নিয়মিত টিকাদান কেন্দ্র এবং সিটি করপোরেশন ও পৌরসভার ওয়ার্ডগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা খাওয়ানো হবে।

এ সময় জন্মের পরপর নবজাতককে শালদুধ খাওয়ানো, ৬ মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো, শিশুর ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তাও প্রচার করা হবে।


আরও দেখুন: