পরীক্ষার হলে শ্বাসকষ্ট, হাসপাতালে ১২ ছাত্রী
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কামারখালী কে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে
পরীক্ষার হলে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চার দিনে ১২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অস্বাভাবিক গরমে শরীরে লবণের ঘাটতি দেখা দেওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কামারখালী কে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্কুলের প্রধান শিক্ষক জলিলুর রহমান আখন্দ জানান, সোমবার ৭, রবিবার ১, শনিবার ৩ ও গত বৃহস্পতিবার একজন ছাত্রী পরীক্ষার হলেই অসুস্থ হয়ে পড়ে। এরা নবম ও দশম শ্রেণির ছাত্রী।
তিনি জানান, শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। আর যারা অসুস্থ হচ্ছে তারা সবাই বিকেলের শিফটের পরীক্ষার্থী। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের প্রথম উপসর্গ শ্বাসকষ্ট দেখা দেয়। তাদের সবাইকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গরমে ছাত্রীদের শরীরের লবণের মাত্রা কমে যাওয়ায় শ্বাসকষ্ট দেখা দেয়। বর্তমানে চিকিৎসাধীন ছাত্রীরা ভালো আছে।
অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা বলছেন, গত কয়েক দিনে কমপক্ষে ৫০ ছাত্রী পরীক্ষার হলে গিয়ে শ্বাসকষ্ট অনুভব করে। পরে তারা সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এ নিয়ে ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।