থানচিতে ডায়রিয়ার তীব্র প্রকোপ, শিশুসহ ৪ মৃত্যু

ডক্টর টিভি রিপোর্ট
2022-06-13 12:37:52
থানচিতে ডায়রিয়ার তীব্র প্রকোপ, শিশুসহ ৪ মৃত্যু

থানচির রেমাক্রি ও তিন্দু ইউনিয়নে ডায়রিয়ার তীব্র প্রকোপ দেখা দিয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম পাঠানো হয়েছে

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শনিবার দুজন ও রবিবার একজন মারা যান।

মৃতরা হলেন রেমাক্রি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেন থাংপাড়ার বাসিন্দা আমেন ম্রোর ছেলে কার্বারি মেনথাং ম্রো (৪৮), লংঙানপাড়ার বাসিন্দা মেনপুং ম্রোর ছেলে লংঙান ম্রো (৫০), ইয়ং নং পাড়ার বাসিন্দা ক্রাইয়ং ম্রো (৬০) ও একই ওয়ার্ডের সিং চংপাড়ার বাসিন্দা মেন রো ম্রোর ছেলে প্রেন ময় ম্রো (১১)।

থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ এসব তথ্য জানান। তিনি জানান, থানচির রেমাক্রি ও তিন্দু ইউনিয়নে ডায়রিয়ার তীব্র প্রকোপ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তিনটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এ ছাড়া বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় ওষুধপত্র পাঠানো হয়েছে।

এলাকাগুলোতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা জানতে চাইলে ডা. ওয়াহিদুজ্জামান বলেন, এলাকাগুলো দুর্গম। মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই। মেডিকেল টিম ফিরে এলে সঠিক বলা যাবে। তবে এখন পর্যন্ত ৬০ জন আক্রান্ত হয়েছে বলে জানি।

রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুই শৈ থুই মার্মা জানান, বর্ষা মৌসুম হওয়ায় দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ঝিরি-ঝরনা-খালের পানি দূষিত হয়ে গেছে। ময়লা পানি পান করে পাহাড়ের বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

বান্দরবানের সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী বলেন, থানচিতে ডায়রিয়ায় প্রকোপ দেখা দেওয়া এলাকাগুলো দুর্গম। আমরা সেখানে বিজিবির সঙ্গে কাজ করছি। বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আরও দেখুন: