কুমিল্লায় লাইসেন্স না থাকায় বন্ধ ৪ প্রতিষ্ঠান
৬ প্রতিষ্ঠানকে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।
লাইসেন্স না থাকায় কুমিল্লার বরুড়া উপজেলার ৪টি বেসরকারি ক্লিনিক,হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যারিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো।
প্রতিষ্ঠানগুলো হলো, নিরাময় মডেল ডায়াগনস্টিক এন্ড নরমাল ডেলিভারি সেন্টার, ঝলম এবং সোনাইমুড়ী মডেল ডায়াগনস্টিক সেন্টার, সোনাইমুড়ী। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টাররের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় এসকল প্রতিষ্ঠানের কোন লাইসেন্স না থাকায় এবং লাইসেন্স এর জন্য আবেদন না করে অবৈধ ভাবে প্রতিষ্ঠান পরিচালনা করায় বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া লাইসেন্স নবায়ন ও নানা অব্যবস্থাপনা দূর করার জন্য ৬ প্রতিষ্ঠানকে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, আড্ডা টাওয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, গ্রামীণ কল্যাণ আড্ডা স্বাস্থ্য কেন্দ্র, পয়ালগাছা গ্রীণ ভিউ ডায়াগনস্টিক সেন্টার, আড্ডার দি স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও জোবায়ের মেডিকেয়ার সেন্টার।