চমেকে দগ্ধদের চাপ, নতুন ইউনিট চালু

ডক্টর টিভি রিপোর্ট
2022-06-05 14:46:08
চমেকে দগ্ধদের চাপ, নতুন ইউনিট চালু

রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তাই এ ইউনিটের পাশে ৩১ নম্বর গাইনি ওয়ার্ডে নতুন একটি ইউনিট খোলা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একের পর এক লাশ আসছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এ পর্যন্ত ৩৭ জনের লাশ এসেছে।

একই সঙ্গে কিছুক্ষণ পর পর ছটফট করা দগ্ধদের আনা হচ্ছে হাসপাতালটিতে। পুরো বার্ন ইউনিটজুড়ে আগুনে পোড়া গন্ধ।

রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তাই এ ইউনিটের পাশে ৩১ নম্বর গাইনি ওয়ার্ডে নতুন একটি ইউনিট খোলা হয়েছে।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিটি শয্যায় এখন সীতাকুণ্ডে ভয়াবহ দুর্ঘটনার শিকাররা। রবিবার দুপুর পর্যন্ত এখানে আগুনে দগ্ধ ৪৮ জনকে ভর্তি করা হয়েছে।

বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত বলেন, প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ। ইউনিটে আর জায়গা না থাকায় পাশের ৩১ নম্বর ওয়ার্ডে দগ্ধদের জন্য নতুন একটি ইউনিট চালু করা হয়েছে। সেখানেই এখন দগ্ধদের চিকিৎসা চলছে।


আরও দেখুন: