করোনা বাগে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা
অর্থনীতি, চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষাখাতে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। আমরা আরও ভালো থাকতে চাই
টিকাদানে সফলতার কারণে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (৪ জুন) সকালে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ সপ্তাহ উদ্বোধন করে সাংবাদিকদের একথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস এখন নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে দেশের সবকিছু স্বাভাবিক রয়েছে। অর্থনীতি, চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষাখাতে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।’
তিনি বলেন, ‘মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। তবে আমরা আরও ভালো থাকতে চাই। এ জন্য টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
আজ থেকে সারা দেশে শুরু হয়েছে বুস্টার ডোজ সপ্তাহ। এ ক্যাম্পেইনের আওতায় আগামী ১০ জুন পর্যন্ত সারা দেশে ১ কোটি মানুষকে করোনার টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের নির্ধারিত করোনার টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রগুলোতেও এই টিকা দেওয়া হচ্ছে।