টিকাদানে সফলতা বিশ্বে দেশের সম্মান বেড়েছে

ডক্টর টিভি রিপোর্ট
2022-06-01 15:41:14
টিকাদানে সফলতা বিশ্বে দেশের সম্মান বেড়েছে

আমাদের নাগরিকদের ৭৫ শতাংশের বেশি টিকা দেওয়া হয়েছে

করোনাভাইরাস প্রতিরোধে টিকাদানে সফলতার জন্যই পুরো বিশ্ব এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১ জুন) জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আশেপাশের দেশগুলোর তুলনায় স্বাস্থ্যখাতে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। আর এ সফলতার পেছনে কমিউনিটি ক্লিনিক সবচেয়ে বড় ভূমিকা রাখছে। স্বাস্থ্যসেবাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের ৭৫ শতাংশের বেশি টিকা দেওয়া হয়েছে। এজন্য করোনা মোকাবিলায় আমরা দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছি। বিশ্বও আমাদের সম্মানের চোখে দেখছে।’

জাহিদ মালেক বলেন, ‘স্বাধীনতার সময় আমাদের হাসপাতালগুলোতে ৫-৬ হাজার শয্যা ছিল। এখন তা বেড়ে ৬০ হাজারের বেশি হয়েছে। এ ধারাকে আরও এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, ‘এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বিশ্বেই একটি বড় সমস্যা। এ নিয়ে কাজ করতে হবে। তাছাড়া অসংক্রামক রোগে দেশে ৬৭ শতাংশ মানুষের মৃত্যু হচ্ছে। এই মৃত্যুরোধে আমরা কাজ করছি।’


আরও দেখুন: