আরও ২৬৭ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ

ডক্টর টিভি রিপোর্ট
2022-05-31 13:24:45
আরও ২৬৭ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ

এসব বন্ধ হাসপাতাল নিবন্ধন নিয়ে পুনরায় চালু করা যাবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে

সারা দেশে অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। চিকিৎসাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এমন উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

অনিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধে ২৮ মে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান শুরু হয়। সোমবার (৩০ মে) অভিযানের তৃতীয় দিনে আরও ২৬৭টি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির জানান, সারা দেশে সব মিলিয়ে এ পর্যন্ত ১ হাজার ১৪৯টি অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে খুলনায় ৩০৩টি। ঢাকা বিভাগে ২৮৬টি অনিবন্ধিত হাসপাতাল বন্ধ করে দেোয়া হয়েছে। এর মধ্যে ১৩টি ঢাকা সিটি করপোরেশন এলাকায়। চট্টগ্রামে ১৯০, রাজশাহীতে ১৩৫, ময়মনসিংহে ১২১, বরিশালে ৬৫, সিলেটের ৩৫ ও রংপুরের ১৪টি বন্ধ করা হয়েছে।

এসব বন্ধ হাসপাতাল নিবন্ধন নিয়ে পুনরায় চালু করা যাবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।


আরও দেখুন: