মৃগীরোগ চিকিৎসায় আশা দেখাচ্ছে কিটো ডায়েট
কিটোজেনিক ডায়েট হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিবর্তে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবারে গুরুত্ব দেওয়া
বাংলাদেশে অন্তত ২০ লাখ মৃগীরোগী আছে। আর বিশ্বজুড়ে এ সংখ্যা ৫ কোটি। তাদের চিকিৎসায় কিটোজেনিক ডায়েট আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রবিবার (২৯ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু নিউরোলজি বিভাগের এক সেমিনারে আলোচকরা এসব তুলেন ধরেন।
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘কিটোজেনিক ডায়েট ইন পেডিয়াট্রিক এপিলেপসি: কারেন্ট অ্যান্ড ফিউচার পারসপেক্টিভ ইন বিএসএমএমইউ’ শীর্ষক সেমিনারটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘কিটোজেনিক ডায়েট মৃগীরোগের চিকিৎসায় নুতন আশার আলো দেখাচ্ছে। তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।’
কিটোজেনিক ডায়েট হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিবর্তে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবারে গুরুত্ব দেওয়া।
শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, শিশু অনুষদের ডিন ও ইপনার ডাইরেক্টর অধ্যাপক ডা. শাহীন আকতার, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী প্রমুখ।
প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা ও কনসালট্যান্ট ডা. সানজিদা আহমেদ।
অনুষ্ঠানে নবজাতক বিভাগের চেয়ারম্যান ডা. সঞ্জয় কুমার দে, শিশু কিডনি বিভাগের অধ্যাপক ডা. রণজিত রঞ্জন রায়, শিশু হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, শিশু নিউরোলজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু নিউরোলজি বিভাগ থেকে সদ্য পাস করা রেসিডেন্টদের সংবর্ধনা দেওয়া হয়।