৫ জুন থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের সব ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে এই ক্যাপসুল পাবে শিশুরা
আগামী ৫ জুন থেকে সারা দেশে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে ৬-১১ মাস বয়সী ১ লাখ শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম ৮ জুন (বুধবার) পর্যন্ত চলবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবার (এনএনএস) সার্বিক ব্যবস্থাপনায় এই ক্যাপসুল খাওয়ানো হবে বলে সোমবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের সব ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে এই ক্যাপসুল পাবে শিশুরা। তা ছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার ইপিআই কেন্দ্রেও এ কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে কেন্দ্রে আসা শিশুদের পিতা-মাতা বা অভিভাবকদের পুষ্টিবিষয়ক বার্তা দেওয়া হবে।