বিএসএমএমইউতে মাঙ্কিপক্স শনাক্তের ‘গুজব’

ডক্টর টিভি রিপোর্ট
2022-05-23 21:06:36
বিএসএমএমইউতে মাঙ্কিপক্স শনাক্তের ‘গুজব’

বিএসএমএমইউতে মাস্কি পক্স সনাক্তের গুজব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে’ বলে গুজব ছড়িয়ে পড়েছে। তবে এমন কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

সোমবার বিকেলে ফেসবুকে নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ডা. আসিফ ওয়াহিদের বরাত দিয়ে এমন গুজব ছড়িয়ে পড়ে। গুজবের পরিপ্রেক্ষিতে বিএসএমএমইউএর মিডিয়া সহকারী সুব্রত মণ্ডল এক বার্তায় এ তথ্য জানান।

তবে ডা. আসিফ তার নামে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বলেন, ‘আমার নামে মাঙ্কিপক্স নিয়ে যে ফেসবুক পোস্ট লিখা হচ্ছে, তা আমার আইডি থেকে দেওয়া না। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

ডা. আসিফ ওয়াহিদ ৩৯ তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডার ও এ বছর মার্চ মাসে ভর্তি হওয়া ইউরোলজি বিভাগের রেসিডেন্ট শিক্ষার্থী।


আরও দেখুন: