সিলেটে বাড়ছে পানিবাহিত রোগ, তৎপর ১৪০ মেডিকেল টিম
পানি নামতে থাকায় এখন ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্তরা হাসপাতালে ভিড় করছেন
সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নেমে যাওয়ার সঙ্গে জাগছে ক্ষত। বাড়ছে পানিবাহিত বিভিন্ন রোগব্যাধি। ইউনিয়ন পর্যায়ে দুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৪০টি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ার।
সোমবার (২৩ মে) ডক্টর টিভির সঙ্গে আলাপকালে তিনি জানান, গত ১৬ মে উজান থেকে নেমে আসা পানি ও ভারী বৃষ্টিতে তলিয়ে যায় সিলেট ও এর আশেপাশের এলাকা। সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেন। জেলার ৪৪টি কমিউনিটি ক্লিনিকে পানি ঢুকে পড়ায় চিকিৎসাসেবা ব্যাহত হয়।
সিভিল সার্জন বলেন, ‘হাওড়-বাওড়ের সিলেট জেলায় এমন গ্রামও রয়েছে যেখানে বাঁধ ভেঙে যাওয়ায় পানির স্রোতের কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ১৭ মে দুর্যোগ কমিটির জরুরি বৈঠকে এমন ১৩টি উপজেলার সঙ্গে যোগাযোগ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি ওষুধ সামগ্রী পাঠানো হয়। একই সঙ্গে ১৪০টি মেডিকেল টিম পাঠানো হয়েছে ইউনিয়নগুলোতে।’
তিনি বলেন, ‘বন্যার পানি নামতে শুরু করায় ডায়রিয়ার প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে। আমরা পরিস্থিতি সামালে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে ১১৪ ডায়রিয়া রোগী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। দুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। ট্যাবলেটের কিছুটা সংকট রয়েছে। জনস্বাস্থ্য ও প্রকৌশকল অধিদপ্তর বরাবর চাহিদা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সিলেটে বন্যার পানিতে ডুবে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানি নামতে থাকায় এখন ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্তরা হাসপাতালে ভিড় করছেন। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’