বন্যায় প্লাবিত সুনামগঞ্জের জগদল হাসপাতাল
গত ১০ দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে।
প্রবল বন্যায় প্লাবিত দিরাই, সুনামগঞ্জের জগদল হাসপাতাল ও এর চারপাশ। সময়ের সাথে সাথে পানির উচ্চতা আরো বাড়ছে। এতে রোগী ও চিকিৎসক উভয়েই ভোগান্তির মধ্যে পড়েছেন।
তবে এমন সংকটময় পরিস্থিতিতেও স্বাভাবিক সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতালের ফেইসবুক পেইজে দেওয়া একটি পোস্টে এমনটি জানানো হয়েছে।
পানির ঢল ও টানা বৃষ্টিপাতে সিলেটের বিভিন্ন বিভাগে বন্যা দেখা দেয়। গত ১০ দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। কখনো অঝোরধারায়, আবার কখনো গুড়িগুড়ি। এরই মধ্যে ঝড়-বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এতে হাওর অধ্যুষিত এ জেলার সড়ক ও সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কয়েক জায়গায়। পানি উঠে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও। পানিবন্দি মানুষকে আশ্রয় দিতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বরাদ্দ করা হয়েছে শুকনো খাবার ও চাল।