খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফিতে সফলতা
হার্টের রোগ নির্ণয়ে খাদ্যনালীর মাধ্যমে ইকোকার্ডিওগ্রাফিতে বুকের মাধ্যমে ইকো করার চেয়ে ফলাফল ভালো পাওয়া যায়
দিনাজপুরে প্রথমবারের মতো এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফি সফলভাবে করা হয়েছে।
মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. শাহরিয়ার কবীর এবং খাদ্যনালী ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. মো. সামিউল হোসেন যৌথভাবে দুদিনে এ পদ্ধতিতে ১৩ রোগীর হার্টের ইকোকার্ডিওগ্রাফি করেন।
এ কাজে তাদের সহায়তা একই মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মোমেনুল হক, উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডা. কাজী শামীম হোসেন প্রমুখ।
চিকিৎসকরা জানান, হার্টের রোগ নির্ণয়ে খাদ্যনালীর মাধ্যমে ইকোকার্ডিওগ্রাফিতে বুকের মাধ্যমে ইকো করার চেয়ে ফলাফল ভালো পাওয়া যায়।
বৃহস্পতিবার (১৯ মে) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ঢাকার পর এখানে খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফি কার্যক্রম চালু হলো। ফলে এই অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য রাজধানীমুখী হতে হবে না।’
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী শামীম হোসেন জানান, খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফি অনেকটা এনড্রোসকপির মতো। দিনাজপুর অঞ্চলের রোগীদের বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা সেবার মান উন্নত করতে সব ধরনের চেষ্টা করছেন বলে জানান তিনি।
হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি হুইপ ইকবালুর রহিম এমপির দিকনির্দেশনায় দেশের ২৬টি সরকারি মেডিকেল কলেজের চিকিৎসা সেবার মানের দিক থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এবার দ্বিতীয় হয়েছে বলে জানান পরিচালক।