অতিষ্ট মানুষ, গরম বাড়বে আরও
আগামী সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
টানা গরমে রাজধানীতে মানুষ অতিষ্ট, বিশেষ করে শ্রমজীবীরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় বুধবার (১৮ মে) গরম আরও কিছুটা বেশি অনুভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার (১৭ মে) রাজধানীতে বৃষ্টির সম্ভাবনার কথা জানালেও শেষ পর্যন্ত হয়নি। আজও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম।
দেশের উত্তর প্রান্তে বড় মেঘমালা সৃষ্টি হলেই কেবল রাজধানীবাসী বৃষ্টির আশা করতে পারে। তবে সে আশা কম বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।
তিনি বলেন, ‘আজ সারা দেশেই গরম কিছুটা বাড়বে। বৃষ্টির পরিমাণও কমে আসবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে বেশি গরম অনুভূত হয়। এটি গড়ে প্রায় ৭০ শতাংশ এখন। রাজধানীতে আর্দ্রতা বেড়ে ৬০ থেকে ৭০ শতাংশ হতে পারে।’
মঙ্গলবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল শ্রীমঙ্গলে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে আগামী সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।