উন্নত সেবার জন্য নার্সদের প্রশিক্ষণের বিকল্প নেই
১২ মে সারা বিশ্বে পালন করা হয় বিশ্ব নার্স দিবস
আধুনিক নার্সিং সেবার জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ১২ মে তার জন্মদিনটিকে সারা বিশ্বে পালন করা হয় বিশ্ব নার্স দিবস হিসেবে।
নানা সীমাব্ধতা সত্ত্বেও চিকিৎসকের সহযোগী হিসেবে সেবা দিয়ে রোগীদের সুস্থ্য করে তুলতে বড় ভুমিকা রাখেন নার্সরাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এক জন চিকিৎসকের বিপরীতে ৩ জন নার্স থাকা জরুরি। সেখানে বাংলাদেশে ১ লাখের বেশি চিকিৎসক নিবন্ধিত থাকলেও নিবন্ধিত নার্সের সংখ্যা মাত্র ৭৬ হাজার।
রোগীর তুলনায় নার্সের সংখ্যা কম থাকায় রোগীদের সেবা অব্যাহত হচ্ছে। এতে রোগীদের আস্থা কমে যায় বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং তত্ত্বাবধায়ক সন্ধা রানী সামাদ্দার।
তিনি বলেন, আগে শুধু ডিপ্লোমা নার্সিং ছিল, এখন সেখানে বিএসসি ও এমএসসি চালু হয়েছে। আমরা চাই দ্রুত পিএইডি কোর্সও চালু হোক।নার্সিংয়ে উচ্চশিক্ষা ও গবেষণা কাঠামো এখনও তেমন গড়ে ওঠেনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএসসি কোর্স চালু হলেও সুযোগ পাচ্ছেন সেখানকার নার্সরাই।
এছাড়া বিষয়ভিত্তিক বিশেষ প্রশিক্ষণের সুযোগ কম থাকায় ব্যাহত হচ্ছে স্পেশালাইজড বিভাগের চিকিৎসা সেবা। নার্স সন্ধা রানী বলেন, এখন প্রতিটি বিষয়ে আলাদা বিভাগ চালু হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালইজড হাসপাতাল চালু হতে যাচ্ছে। এতে বিশেষ প্রশিক্ষণ ছাড়া সেবা ব্যাহত হতে পারে। এজন্য নতুন যারা কাজে যোগ দিচ্ছে এবং যারা সিনিয়র আছে তাদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া দরকার।