কলেরা হাসপাতালে আট দিনে ৩৯৮২ রোগী

ডক্টর টিভি রিপোর্ট
2022-05-09 16:34:40
কলেরা হাসপাতালে আট দিনে ৩৯৮২ রোগী

গত ৪ এপ্রিল রেকর্ড ১ হাজার ৩৮৩ রোগী ভর্তি হয়। তবে ৮ এপ্রিলের পর থেকে রোগী কমতে থাকে

রাজধানীসহ আশেপাশের এলাকায় ডায়রিয়ার সংক্রমণ কিছুটা কমে আসলেও আক্রান্ত হয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর-বি) হাসপাতালে দিনে ৪০০ রোগী সেবা নিচ্ছেন। এ হিসাবে ১ থেকে ৮ মে পর্যন্ত প্রায় চার হাজার রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতালটির চিকিৎসকরা বলছেন, এ হাসপাতালে দিনে গড়ে ৩০০ রোগী ভর্তি হচ্ছেন। এটি স্বাভাবিক সংখ্যা।

আইসিডিডিআর-বি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ মে থেকে ঈদের ছুটিসহ এখন পর্যন্ত ৩ হাজার ৯৮২ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে আইসিডিডিআর-বিতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১ মে ৬৩১, ২ মে ৫৫৯, ঈদের দিন ৩ মে ৪২৯, ৪ মে ৬৪১, ৫ মে ৫৪৭, ৬ মে ৪৫৭, ৭ মে ৪৭২ ও ৮ মে দুপুর ২টা পর্যন্ত ২৪৬ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে দেশে ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকে। গত ১৬ মার্চ সর্বপ্রথম এক হাজার ৫৭ রোগী ভর্তির খবর দিয়েছিল আইসিডিডিআর-বি। গত ৪ এপ্রিল রেকর্ড ১ হাজার ৩৮৩ রোগী ভর্তি হয়। তবে ৮ এপ্রিলের পর থেকে রোগী কমতে থাকে।


আরও দেখুন: