টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার দিয়েছে এডিবি

ডক্টর টিভি রিপোর্ট
2022-04-26 17:15:41
টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার দিয়েছে এডিবি

এডিবির সদস্যভুক্ত ৬৮টি দেশ। করোনা সংকট মোকাবিলা, টিকা কেনাসহ এই প্যাকেজ থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ

করোনাভাইরাস প্রতিরোধী টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। এছাড়া দেশের তরুণ, বিদেশফেরত কর্মী ও করোনায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ উদ্যোক্তা; বিশেষ করে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের (সিএমএসই) জন্য ১৫ কোটি ডলার ঋণ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রকাশিত এডিবির বার্ষিক প্রতিবেদন-২০২১ থেকে এসব তথ্য জানা যায়।

এডিবি বলেছে, করোনা সংকট মোকাবিলা ও সবুজ অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ২০২১ সালে ২ হাজার ২৮০ কোটি ডলার ঋণের প্যাকেজ সংগ্রহ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ লাখ ৯৬ হাজার ৮০ কোটি টাকা। এই বিশাল ঋণ বাংলাদেশসহ এডিবির সদস্যভুক্ত দেশগুলো ব্যবহার করেছে।

সংস্থাটির সদস্যভুক্ত ৬৮টি দেশ। করোনা সংকট মোকাবিলা, টিকা কেনাসহ এই প্যাকেজ থেকে ঋণ নিয়েছে বাংলাদেশও।

এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওযয়ান বলেন, টেকসইভাবে করোনা সংকট মোকাবিলা করতে আমরা বদ্ধ পরিকর। একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও সবুজ পুনরুদ্ধারের ভিত্তি স্থাপন করতে যাচ্ছি, যা আমাদের কৌশল ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে।

তিনি বলেন, প্রতিশ্রুতির ২ হাজার ২৮০ কোটি ডলার মূলত ঋণ, অনুদান, ইকুইটি বিনিয়োগ এবং সরকারি ও বেসরকারি খাতে প্রদত্ত প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত। এর মধ্যে এডিবি সহ-অর্থায়নে ১ হাজার ২৯০ কোটি ডলার ঋণ সংগ্রহ করেছে।

মহামারী মোকাবিলার অংশ হিসেবে নিরাপদ ও কার্যকর টিকা সংগ্রহ এবং বিতরণ সক্ষমতার জন্য ৪০০ কোটি ডলার ঋণ দিয়েছে এডিবি। এছাড়া ব্যবসা খোলা রাখতে, বাণিজ্য ঠিক রাখতে, চিকিৎসা পণ্য ও পরিষেবাগুলোর জন্য বেসরকারি খাতে ৩৩০ কোটি ডলার ঋণ দিয়েছে।

২০২১ সালে কোন দেশকে কত টাকা ঋণ দেওয়া হয়েছে ও কী পরিমাণে অর্থ সংগ্রহ করা হয়েছে তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে এডিবি।


আরও দেখুন: