বুস্টার ডোজ পেল ১ কোটি ১৭ লাখ

ডক্টর টিভি রিপোর্ট
2022-04-21 16:55:02
বুস্টার ডোজ পেল ১ কোটি ১৭ লাখ

ই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৩৬৭ জন

করোনা টিকার বুস্টার ডোজে পেয়েছেন এক কোটি ১৭ লাখ ৫১ হাজার ৮২০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৪৭ জন। এ ছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৩৬৭ জন মানুষ।

এদিকে বুধবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ১৭ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ৯৩৪ এবং মহিলা আট হাজার ৫৩৪ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৭৮ হাজার ৭১৬ জন। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ৬৮২ এবং মহিলা ৩৮ হাজার ৩৪ জন।

এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ১১ হাজার ৮৯১ জন। এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ৫৬২ এবং মহিলা ৫২ হাজার ৩২৯ জন। এ গুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।


আরও দেখুন: