নিউ মার্কেটে সংঘর্ষে আহত অর্ধশত ঢাকা মেডিকেলে
নিউমার্কেট ব্যবসায়ীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় আহত ৪০ জন ঢাকা মেডিকেলে
ঢাকা কলেজ ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আহত ৪০ জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল ইসলাম।
তিনি বলেন, ঢাকা মেডিকেলে নতুন কিছু বেড এবং আইসিইউ প্রস্তুত করা হয়েছে। এছাড়া আহতদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এক্স-রে, সিটিস্ক্যানসহ সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে বলেও জানান পরিচালক।
গতকাল সেমাবার রাত ১২টার দিকে ঢাকা কলেজ ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৩টার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সকাল থেকে সেখানে আবার সংঘর্ষ শুরু হয়। প্রায় চার ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এদিকে বিকেলে এক বিজ্ঞপ্তিতে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ. টি. এম. মইনুল হোসেন। আজ বিকেলের মধ্যেই হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।