এমএসএন প্রোগাম ২০২২ সেশনের আবেদনপত্রের আহ্বান
আগামী ২১ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং এর জুলাই-২০২২ সেশনে ভর্তির আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
শনিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইসচ্যান্সেলর অধ্যাপক ডাঃ একেএম মোশারফ হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৭টি ও মুগদা ন্যাশনাল ইন্সটিটিউট অব এডভান্স নার্সিং এডুক্যাশন এন্ড রিসার্চে ৬টি বিষয়ে আবেদন করা যাবে।
আগামী ২১ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
আবাদনকারীর যা থাকতে হবেঃ
- বিএনএমসি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে নার্সিং কিংবা মিডউইফ্যারির উপর স্নাতক ডিগ্রী
- ক্লিনিক্যাল নার্স হিসেবে ২ বছরের অভিজ্ঞতা
- বিএনএমসি হতে স্থায়ী নিবন্ধন সার্টিফিকেট
- চাকারীজীবীদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের অনুমতিপ্ত্র
- সর্বোচ্চ বয়স ৪৫
- জাতীয় পরিচয়পত্র
পেমেন্টঃ
পূবালী ব্যাংকের নির্ধারিত একাউন্টে ২ হাজার টাকা জমা দিয়ে রশিদ সংরক্ষণ করতে হবে। ১৯ এপ্রিল হতে ৯ মে পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
অনলাইন আবেদনঃ
টাকা জমা দেওয়ার পর বিএসএমএমইউয়ের ওয়েবসাইটে (https://www.bsmmu.edu.bd) অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
আবেদনপত্রের সাথে স্ক্যান আকারে যা জমা দিতে হবেঃ
- রঙিন ছবি (জেপেগ ফরমেট)
- স্বাক্ষর (জেপেগ ফরমেট)
- টাকা জমা দেওয়ার রশিদ
- চাকারিরত প্রতিষ্ঠানের অনুমতিপ্ত্র
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন