ডেন্টাল ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল, অংশ নিচ্ছে রেকর্ড পরীক্ষার্থী

ডক্টর টিভি রিপোর্ট
2022-04-15 13:46:24
ডেন্টাল ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল, অংশ নিচ্ছে রেকর্ড পরীক্ষার্থী

পরীক্ষায় সর্বমোট ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ব্যাচেলর অব ডেন্টাল সার্জনস (বিডিএস) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২  এপিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। সরকারি ডেন্টাল কলেজের প্রতি আসনের বিপরীতে লড়বেন ১২১ জন।

সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষায় অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ৬৫ হাজার ৯০৭ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ১২০ দশমিক ৯৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বলে গণ্য হবে। শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

 


আরও দেখুন: