নতুন সেবা তত্ত্বাবধায়ক পেল ঢামেক-শেবাচিম

ডক্টর টিভি রিপোর্ট
2022-04-13 15:26:10
নতুন সেবা তত্ত্বাবধায়ক পেল ঢামেক-শেবাচিম

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দুই নার্সিং কর্মকর্তাকে পদায়ন করা হলো

দেশের দুই মেডিকেল কলেজ হাসপাতালে সেবা তত্ত্বাবধায়ক পদে দুজনকে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (নার্সিং সেবা-১ শাখা) আনোয়ারুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক হলেন রেহেনা আক্তার। তিনি নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে জেলা পাবলিক হেলথ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে বরিশাল শেরই-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে সেবা তত্ত্বাবধায়কের দায়িত্ব পাওয়া সুফিয়া বেগম ভোলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা পাবলিক হেলথ নার্স ছিলেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দুই নার্সিং কর্মকর্তাকে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও প্রতিষ্ঠানে বদলিপূর্বক পদায়ন করা হলো।


আরও দেখুন: