ঢাকায় দেওয়া হবে ২৩ লাখ কলেরা টিকা

ডক্টর টিভি রিপোর্ট
2022-04-13 13:24:32
ঢাকায় দেওয়া হবে ২৩ লাখ কলেরা  টিকা

দুটি ডোজ মিলিয়ে প্রায় ৪৬ লাখ টিকা দেওয়া হবে।

ঢাকার বিভিন্ন এলাকায় কলেরা টিকা দেওয়া হবে। দুটি ডোজ মিলিয়ে প্রায় ৪৬ লাখ টিকা দেওয়া হবে।

বুধবার (১৩ এপ্রিল) সম্প্রতি দেশে ডায়রিয়া পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ঢাকার পাঁচটি স্থান- যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগে দেওয়া হবে এ টিকা। টিকা কর্মসূচি শুরুর সম্ভাব্য তারিখ, প্রথম ডোজ এ বছরের মে মাসে এবং দ্বিতীয় ডোজ জুনে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে কলেরা প্ল্যান্ট তৈরি করা হয়েছে এবং উক্ত পরিকল্পনা অনুযায়ী বর্তমান কলেরা পরিস্থিতি বিবেচনায় এ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  

সারা দেশে ২২টি সারভেলেন্স কেন্দ্রে আইইডিসিআর এবং আইসিডিডিআর-বি খাদ্য ও পানিবাহিত রোগের সারভিলেন্স পরিচালনা করছে বলে জানানো হয়।  

উল্লেখ্য, বিগত এক মাসে দেশে ৩০ হাজারেরও বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পানিবাহিত এ রোগ প্রতিরোধ খুবই সহজসাধ্য হওয়া সত্ত্বেও এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যর ঘটনাও ঘটছে।


আরও দেখুন: