মা ও শিশু হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

ডক্টর টিভি রিপোর্ট
2022-04-04 15:28:18
মা ও শিশু হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

হাসপাতালে যারা ১৫ মিনিট দেরিতে উপস্থিত হয়েছেন তাদের সাত দিন মিলে এক দিনের বেতন কাটা হয়

চট্টগ্রাম নগরের ৬৫০ শয্যার মা ও শিশু জেনারেল হাসপাতালে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে এ কর্মসূচি পালন করেন তারা। হঠাৎ এ কর্মবিরতিতে রোগীরা ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীরা জানান, দেরিতে উপস্থিতির কারণ দেখিয়ে বেতন কাটায় এ কর্মবিরতি পালন করেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর বেলা ১১টার পর কাজে যোগ দেন চিকিৎসকরা।

জানা গেছে, হাসপাতালে যারা ১৫ মিনিট দেরিতে উপস্থিত হয়েছেন তাদের সাত দিন মিলে এক দিনের বেতন কাটা হয়। রবিবার (৩ এপ্রিল) বেতনভাতা দেওয়া হয়। তাতে বেতন-ভাতা কর্তন করার বিষয়টি জানতে পেরে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা।

হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ বলেন, ‘যেসব চিকিৎসক কিংবা কর্মী ৮টার পরিবর্তে সাত দিন দেরিতে উপস্থিত হয়েছিলেন, তাদের এক দিনের বেতন কাটা হয়। এতে তারা মনঃক্ষুণ্ন হয়ে কাজ বন্ধ রেখেছিলেন। এখন আবার কাজে যোগ দিয়েছেন। সেবা চলছে।’

হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘বেতন কাটা হয়েছিল। এতে চিকিৎসকরা মনঃক্ষুণ্ন হয়ে কাজে যোগ দেননি। প্রতি সপ্তাহে ১৬ ঘণ্টা অতিরিক্ত কাজ করেন চিকিৎসকরা। এর জন্য কোনো টাকা দেওয়া হয় না। মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় চার মাস। সংক্রামক ব্যাধির ছুটি ২৮ দিনের জায়গায় ১৪ দিন দেওয়া হয়। এসব মিলিয়ে আজ সকালে চিকিৎসকরা কাজ করা থেকে বিরত ছিলেন। পরে কর্তৃপক্ষ বেতন কর্তনের বিষয়টি স্থগিত করলে কাজে যোগ দেন সবাই।’


আরও দেখুন: