ওমিক্রনের নতুন ধরন স্টেলথ, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

ডক্টর টিভি রিপোর্ট
2022-04-01 18:37:02
ওমিক্রনের নতুন ধরন স্টেলথ, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

বিএ.২ নতুন এ রূপটি  প্রাথমিকের চেয়েও বেশি সংক্রামক

ওমিক্রনের নতুন ধরন নিয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। বিএ.২ নতুন এ রূপটি  প্রাথমিক ধরণের চেয়েও বেশি সংক্রামক। এর নাম দেওয়া হয়েছে স্টেলথ ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের অন্তত ৫৭ টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ওমিক্রনের ক্ষেত্রে যেমন শ্বাসযন্ত্র ও ফুসফুসজনিত নানা সমস্যা দেখা দেয়। কিন্তু ওমিক্রনের এই নতুন ধরনটির ক্ষেত্রে মূলত পেটের সমস্যা দেখা দিচ্ছে। ফলে স্টেলথ ওমিক্রন এ আক্রান্ত হলেও অনেকেই তা বুঝতে পারছেন না।

বিজ্ঞানীরা ওমিক্রনের এই নতুন রূপটির বিশেষ কয়েকটি উপসর্গ চিহ্নিত করেছেন। এগুলোর মধ্যে রয়েছে বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা।

ওমিক্রনের ক্ষেত্রে ভাইরাস সরাসরি শ্বাসযন্ত্র দিয়ে প্রবেশ করে সেখানেই সবার আগে আঘাত করে। কিন্তু স্টেলথ ওমিক্রনের ক্ষেত্রে নাক, মুখ বা ফুসফুস দিয়ে প্রবেশ করলেও তা সরাসরি অন্ত্রে প্রভাব ফেলে। ফলে অ্যান্টিজেন পরীক্ষাতেও অনেক সময় তা ধরা নাও পড়তে পারে।

যুক্তরাষ্ট্র, চীন,দক্ষিণ কোরিয়াসহ একাধিক দেশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির পেছনে বিএ.২ ওমিক্রন দায়ী বলে ধারণা করা হচ্ছে। 


আরও দেখুন: