দিনে ডায়রিয়ায় আক্রান্ত সহস্রাধিক, সমস্যা পানিতে

ডক্টর টিভি রিপোর্ট
2022-03-28 16:49:11
দিনে ডায়রিয়ায় আক্রান্ত সহস্রাধিক, সমস্যা পানিতে

আক্রান্তদের বেশিরভাগ ওয়াসার পানি না ফুটিয়ে সরাসরি পান করার পর সমস্যায় পড়েছেন

গরম শুরুর পর থেকে সারা দেশেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে রাজধানী ও এর আশপাশের মানুষ। গত কয়েকদিনে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর-বি) বা কলেরা হাসপাতালে বিভিন্ন বয়সের রেকর্ডসংখ্যক রোগী ভর্তি হয়েছেন।

আইসিডিডিআর-বি কর্তৃপক্ষ বলছে, রবিবার (২৭ মার্চ) দুপুর পর্যন্ত গত ১২ দিনে তাদের হাসপাতালে ১৩ হাজার ৪৮৩ ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ হিসাবে দিনে শুধু রাজধানীতে সহস্রাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। প্রতি মুহূর্তে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। অনেকে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেই বাসায় চলে যাচ্ছেন। সব মিলিয়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত ১৬ মার্চ ১০৫৭ ডায়রিয়া রোগী আইসিডিডিআর-বি হাসপাতালে ভর্তি হয়। এরপর ১৭ মার্চ ১১৪১, ১৮ মার্চ ১১৭৪, ১৯ মার্চ ১১৩৫, ২০ মার্চ ১১৫৭, ২১ মার্চ ১২১৬, ২২ মার্চ ১২৭২, ২৩ মার্চ ১২৩৩, ২৪ মার্চ ১১৭৬, ২৫ মার্চ ১১৩৮, ২৬ মার্চ ১২৪৫ ও ২৭ মার্চ দুপুর পর্যন্ত ৫৩৯ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

চিকিৎসকরা বলছেন, রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, শনির আখড়া, মোহাম্মদপুর, টঙ্গী ও উত্তরা থেকে বেশি রোগী আসছেন। বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। রোগীদের অভিযোগ, তাদের এলাকার পানিতে সমস্যা রয়েছে। ফোটানোর পরও দুর্গন্ধ যাচ্ছে না। আক্রান্তদের বেশিরভাগ ওয়াসার পানি না ফুটিয়ে সরাসরি পান করার পর সমস্যায় পড়েছেন।

এ বিষয়ে আইসিডিডিআর-বি হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম বলেন, ‘ডায়রিয়া পানিবাহিত রোগ। এটি পানির মাধ্যমে মুখ দিয়েই শরীরে যাবে। যেকোনো উপায়ে তারা দূষিত পানি খেয়েছে। সেটা ওয়াসারও হতে পারে বা অন্য কোনো কারণেও দূষিত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘যাত্রাবাড়ী ও শনির আখড়ায় ডায়রিয়ার প্রকোপ প্রথম থেকেই বেশি। দক্ষিণখানেও বেশি রোগী পাচ্ছি। তবে ঢাকার সবখান থেকেই কম-বেশি রোগী আসছে।’

এদিকে ডায়রিয়া থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সচেতন রয়েছে বলে জানানো হয়েছে।

রবিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে ডায়রিয়া রোগের প্রকোপ বাড়ার তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন কাজকর্মে বিশুদ্ধ পানি ব্যবহার করলে, স্বাস্থ্যবিধি মেনে চললে এবং সবসময় সুপেয় পানি পান করলে ডায়রিয়া রোগ থেকে মুক্ত থাকা সম্ভব বলে মনে করেন তিনি।


আরও দেখুন: