ঢাকায় ছুরি মেরে চিকিৎসককে হত্যা

ডক্টর টিভি রিপোর্ট
2022-03-27 11:47:24
ঢাকায় ছুরি মেরে চিকিৎসককে হত্যা

ডা. আহমেদ মাহী বুলবুল

রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহমেদ মাহী বুলবুল (৪১) নামে এক দন্তচিকিৎসক নিহত হয়েছেন।

রবিবার (২৭ মার্চ) ভোর ৫টার দিকে শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন ডা. বুলবুল।

ডা. বুলবুলের গ্রামের বাড়ি রংপুরে। শেওড়াপাড়ার বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন তিনি। রাজধানীর মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামে ডা. বুলবুলের চেম্বার রয়েছে। তিনি সাব-কন্ট্রাক্টর হিসেবেও কাজ করতেন।

ডা. বুলবুল দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। শুধু স্বাবলম্বীদের কাছ থেকে ফি নিতেন বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাহতাব উদ্দিন জানান, নোয়াখালী যাওয়ার উদ্দেশে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন ডা. বুলবুল। সহকারীকেও ফোন দিয়ে আসতে বলেছিলেন। কিন্তু তিনি আসার আগেই ডা. বুলবুল ছিনতাইকারীর কবলে পড়েন।

তার উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। কাছে টাকা-পয়সা, মোবাইল ফোন থাকলেও কিছুই নেয়নি। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

মিরপুর থানার উপপরিদর্শক নাসির উদ্দিন সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরও দেখুন: