ল্যানসেট প্রবন্ধে সোয়া ৪ লাখ মৃত্যুর তথ্য ‘উদ্ভট’

ডক্টর টিভি রিপোর্ট
2022-03-16 16:12:25
ল্যানসেট প্রবন্ধে সোয়া ৪ লাখ মৃত্যুর তথ্য ‘উদ্ভট’

কোনো মৃত্যুই কিন্তু লুকানো যায় না। সবই রেকর্ডেড বাংলাদেশে

করোনা মহামারীর দুই বছরে (২০২০ ও ২০২১) বাংলাদেশে বাড়তি ৪ লাখ ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটের প্রকাশিত গবেষণা নিবন্ধের তথ্যকে উদ্ভট বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে এক সভায় এ দাবি করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোনো মৃত্যুই কিন্তু লুকানো যায় না। সবই রেকর্ডেড বাংলাদেশে। এত ঘনবসতির দেশে এত মৃত্যু কেউই লুকাতে পারবে না। কাজেই এটা কেউ বললে উদ্ভট কথা। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। এ বিষয়ে আমরা একটি রিজেন্ডার দিয়ে দিচ্ছি।’

১০ মার্চ ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই বছরে বাংলাদেশে বাড়তি মৃত্যু হয়েছে ৪ লাখ ১৩ হাজার জন। কিন্তু সরকারি হিসাবে এটি দেখানো হয়েছে ২৮ হাজার ১০০ জন।

আরও পড়ুন...
>> করোনাকালে দেশে বাড়তি মৃত্যু সোয়া ৪ লাখ
>> বিশ্বে করোনায় মৃত্যু সরকারি হিসাবের ৩ গুণ


আরও দেখুন: