নাপা সিরাপের নমুনা সন্তোষজনক: ঔষধ প্রশাসন

ডক্টর টিভি রিপোর্ট
2022-03-14 18:49:02
নাপা সিরাপের নমুনা সন্তোষজনক: ঔষধ প্রশাসন

মাঠ পর্যায় থেকে তিনটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

মাঠ পর্যায়ে থেকে নেওয়া নাপা সিরাপের নমুনা সন্তোষজনক বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

নাপা সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, কোম্পানিটি ৮২ হাজার বোতল সিরাপ উৎপাদন করেছে। ফ্যাক্টরি থেকে আটটি এবং মাঠ পর্যায় থেকে তিনটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় সিরাপের মান সন্তোষজনক পাওয়া গেছে।

তাই শিশু মারা যাওয়ার প্রকৃত কারণ জানতে ফরেনসিক ও সিআইডি রিপোর্টের জন্য অপক্ষা করতে হবে বলে জানান মহাপরিচালক।

দুই শিশু যে সিরাপটি খেয়েছিল তা পুলিশ হেফাজতে থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

এদিকে অধিদপ্তরের আরেকটি দল ওষুধ কারখানাটি পরিদর্শন করেছে। শিশুকে নাপা সিরাপ খাওয়ানোর ব্যাপারটি নিশ্চিত হতে তদন্ত করছে সিআইডি।

উল্লেখ্য, গত ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ খেয়ে’ একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এতে সারা দেশে নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।


আরও দেখুন: