নার্সিং-মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারীদের লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত
নার্সিং-মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারীদের লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্ত নার্সিং ও মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারীদের কম্প্রিহেন্সিভ (লাইসেন্সিং) পরীক্ষা অদ্য অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলা কালে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, ‘চিকিৎসকদের বিপরীতে নার্সের যথেষ্ট সংকট রয়েছে। আমরা সরকার গঠনের পর গত দুই টার্মে নতুন করে ৩৪ হাজার নার্স নিয়োগ দিয়েছি।’
মন্ত্রী আরও বলেন, ‘একজন চিকিৎসকের বিপরীতে কমপক্ষে তিনজন নার্স প্রয়োজন। কিন্তু আমাদের দেশে বর্তমানে চিকিৎসকের বিপরীতে নার্স আছেন একজনের একটু বেশি। ১ লাখ নার্স প্রয়োজন। সেখানে আছে মাত্র ৪৭ হাজার। তবে এ অবস্থার পরিবর্তন হচ্ছে।’
জাহিদ মালেক বলেন, ‘আরও নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। একই সাথে বিভাগ অনুযায়ী নার্সদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
তেজগাঁও কলেজ কেন্দ্রে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীভুক্ত দেশের সরকারি-বেসরকারি নার্সিং কলেজ/ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ নার্সিং ও মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারীদের মধ্যে ৪ হাজার ১৭৮ জন কম্প্রিহেনসিভ (লাইসেন্সিং) পরীক্ষায় অংশ নেন।