দরিদ্রের কম খরচে ডায়ালাইসিস সুবিধা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

অনলাইন ডেস্ক
2022-03-10 14:31:45
দরিদ্রের কম খরচে ডায়ালাইসিস সুবিধা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

অতি দরিদ্রদের সেশন প্রতি ব্যয় হবে ৫০০ টাকা

আগামী ১৫ এপ্রিল থেকে দরিদ্র কিডনি রোগীদের আরও কম খরচে ডায়ালাইসিস সুবিধা দেওয়ার কথা জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

১০ মার্চ (মঙ্গলবার) গণস্বাস্থ্য কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ এপ্রিল থেকে দরিদ্র বিকল কিডনি রোগীদের গণস্বাস্থ্য নগর হাপাতালে রাত ৮টা থেকে ভোর ৫টার শিফটে হেমো-ডায়ালাইসিসে অল্প খরচে বিশেষ সুবিধা দেওয়া হবে।

ডায়ালাইসিস চলাকালীন সময়ে হাসপাতাল থেকে ১০০ টাকার ফ্রি খাওয়ার ব্যবস্থাও থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে অতি দরিদ্রদের সেশন প্রতি ব্যয় হবে ৫০০ টাকা, দরিদ্রদের ৬০০ টাকা এবং নিম্ন মধ্যবিত্তদের সেশন প্রতি ৭০০ টাকা ব্যয় হবে।

এছাড়া সপ্তাহে ৩টি সেশনের অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে অতি দরিদ্রদের ১ হাজার ২০০ টাকা, দরিদ্রের ১ হাজার ৫০০ টাকা ও নিম্ন মধ্যবিত্তদের ১ হাজার ৮০০ টাকা ব্যয় হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশে ২ কোটিরও বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত, দিন দিন কিডনি রোগীর সংখ্যা আরও বাড়ছে। অতিরিক্ত চিকিৎসা খরচের কারণে বাংলাদেশে সিংহভাগ কিডনি রোগী বিনা চিকিৎসায় মারা যায়। কম খরচে কিডনি রোগীদের চিকিৎসা সুবিধা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার। 


আরও দেখুন: