বিএসএমএমইউতে ফরেনসিক মেডিসিন-টক্সিকোলজি বিভাগ চালু
বিএসএমএমইউতে ফরেনসিক মেডিসিন-টক্সিকোলজি বিভাগ চালু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেতার ভবনে ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ চালু করেছে। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় এ বিভাগ চালু হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) পুরাতন বেতার ভবনের দ্বিতীয় তলায় এ বিভাগ এবং এমডি, ফরেনসিক মেডিসিন প্রথমব্যাচের রেসিডেন্টদের নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ডা. শারফুদ্দিন বলেন, চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা শিক্ষার জন্য ফরেনসিক মেডিসিন বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এ বিভাগ চালুর মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের নবদিগন্তের দ্বার উন্মোচিত হলো।
তিনি বলেন, ফরেনসিক মেডিসিন বিভাগ চালু হওয়ায় দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়িত হলো। এ বিশ্ববিদ্যালয়ে এখন থেকে ময়নাতদন্ত হবে। ফরেনসিক মেডিসিন বিষয়ে উচ্চতর শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এই বিভাগটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উপাচার্য বক্তব্যে ফরেনসিক মেডিসিন বিষয়ের বিশেষজ্ঞ তৈরি এবং দেশব্যাপী এই বিষয়ে চিকিৎসা শিক্ষার প্রসারে যা করণীয় সেক্ষেত্রে সব ধরণের সহায়তা করা হবে বলে উল্লেখ করেন।
এতে বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. শাহ আলম, ইউজিসির সম্মানিত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, জেষ্ঠ্য শিক্ষক অধ্যাপক ডা. এম মুজাহেরুল হক, অধ্যাপক ডা. শামসুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ উপস্থিত ছিলেন।