চলে গেলেন কিংবদন্তী ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. মামুন ফেরদৌসি

ডক্টর টিভি রিপোর্ট
2022-03-03 14:48:12
চলে গেলেন কিংবদন্তী ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. মামুন ফেরদৌসি

অধ্যাপক ডা. আল মামুন ফেরদৌসী

কিংবদন্তী ম্যাক্সিলোফেসিয়াল সার্জন অধ্যাপক ডা. আল মামুন ফেরদৌসী মারা গেছেন। বৃহস্পতিবার (৩মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা ডেল্টা মেডিকেল কলেজে রোগীকে অস্ত্রোপচারের সময় ম্যাসিভ অ্যাটাক হয়ে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানি আশি (৮০) বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।

তিনি বলেন, আজকে অপারেশন থিয়েটারে (ওটি) রোগীকে অস্ত্রোপচার করছিলেন তিনি। সেসময় হঠাৎ ম্যাসিভ অ্যাটাক হয়ে মারা যান তিনি।

অধ্যাপক মামুন ফেরদৌসীর মৃত্যুতে চিকিৎসা পেশায় অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল। তিনি বলেন, দেশের এ প্রথিতযশা চিকিৎসকের মৃত্যুতে ডেন্টাল বিভাগে বিশাল এক শূন্যতার সৃষ্টি হলো।

বেলা ২টায় ডেল্টা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল এ সার্জন ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী। এক সময় যুক্তরাজ্যে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে দেশে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদে অধ্যাপক হিসেবে যোগদান করেন।


আরও দেখুন: