স্বাস্থ্য বীমা চালু করতে চাই: প্রধানমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2022-03-01 15:31:32
স্বাস্থ্য বীমা চালু করতে চাই: প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা স্বাস্থ্য বীমা চালু করতে চাই। এজন্য কাজ শুরু করতে হবে। মঙ্গলবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস-২০২২- এর অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, ‘উন্নত বিশ্বের মতো বীমা ব্যবস্থা আমাদের দেশেও চালু হোক- সেটাই আমরা চাই। আমাদের সরকার বেশ কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির অনুমতি দিয়েছে। এগুলো আরও কার্যকর করতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছি। এতে সবার জীবনের নিশ্চয়তা প্রদান সম্ভব হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বীমা মানে একটি আমানত। তাই কেউ যেন তার প্রাপ্য চাইতে গিয়ে হয়রানির শিকার না হয়। প্রাপ্য যেন সহজেই পায়, সেটি নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মা-বাবা, অভিভাবকের অকাল মৃত্যু কিংবা শারীরিক অক্ষমতায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয়, সেটি বিবেচনায় নিয়ে “বঙ্গবন্ধু শিক্ষা বীমা” চালু করা হয়েছে। সর্বসাধারণের দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ বীমা করপোরেশন “বঙ্গবন্ধু সুরক্ষা বীমা” চালু করেছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রমুখ।


আরও দেখুন: