আজ জাতীয় ডায়াবেটিস সচেতনতা-বাডাস দিবস
আজ জাতীয় ডায়াবেটিস সচেতনতা-বাডাস দিবস
জাতীয় ডায়াবেটিস সচেতনতা ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) ৬৬তম প্রতিষ্ঠা দিবস আজ। ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও সারাদেশে এ দিবস পালিত হচ্ছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে সচেতন হোন’।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৮টায় বারডেম কার পার্কিংয়ের নিচ থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত স্লোগান সংবলিত প্লাকার্ড হাতে অবস্থান কর্মসূচি হয়েছে। বেলা সাড়ে ১১টায় বারডেম অডিটোরিয়ামের তৃতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
এছাড়া সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস, এনএইচএন ও বিআইএইচএসর’র বিভিন্ন কেন্দ্রসংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।