বিএসএমএমইউ শিক্ষকদের গবেষণা মঞ্জুরী প্রদান

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-28 13:06:21
বিএসএমএমইউ শিক্ষকদের গবেষণা মঞ্জুরী প্রদান

বিএসএমএমইউ শিক্ষকদের গবেষণা মঞ্জুরী প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষকদের গবেষণা মঞ্জুরী প্রদান করা হয়েছে। এতে ২৫ জন শিক্ষককে এ মঞ্জুরী প্রদান করা হয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালযের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের এ গবেষণা মঞ্জুরী করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মানুষের জন্য উপকারী মানসম্মত গবেষণা করুন, এক্ষেত্রে অর্থের সমস্যা হবে না। রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়ে ভূমিকা রাখে এমন গবেষণায় নজর দিন।

গবেষণার মাধ্যমে নিত্যনতুন উদ্ভাবনকে রোগীদের কল্যাণে কাজে লাগানোরও তাগিদ দেন বিএসএমএমইউ উপাচার্য।

এসময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা.মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, উপ-রেজিস্ট্রার ডা. হেলাল উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আরও দেখুন: