৩৯তম বিসিএসের ১ম পর্যায়ের চিকিৎসকদেরও উপজেলায় প্রেষণ প্রমার্জন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ রবিবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানায়।
কোভিড ডেডিকেটেড হাসপাতালে সংযুক্ত করায় ৩৯তম বিসিএসের প্রথম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদেরও প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে উপজেলা পর্যায়ের চাকরিকাল এক বছর প্রমার্জন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ রবিবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানায়।
এতে বলা হয়, ‘৩৯তম বিসিএস (২য় পর্যায়) এ নিয়োগপ্রাপ্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়িত চিকিৎসকগণের প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে সরকার উপজেলা পর্যায়ের ঢাকরিকাল ইতোমধ্যে ০১ (এক) বছর প্রমার্জন করেছে।’
প্রজ্ঞাপনে বলা হয়, ‘৩৯তম বিসিএস (১ম পর্যায়) এ নিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণের অনেককে উপজেলা পর্যায়ে পদায়ন করে পরবর্তীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সংযুক্ত করা হয় বিধায় প্রেষণ মঞ্জুরের শর্ত হিসেবে উক্ত চিকিৎসকগণ উপজেলা পর্যায়ের চাকরিকাল পূর্ণ করতে পারেননি।’
‘৩৯তম বিসিএস (১ম পর্যায়) এ নিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণকে উপজেলায় পদায়ন করে জনস্বার্থে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সংযুক্ত করা হয় বিধায় ৩৯তম বিসিএস (২য় পর্যায়) এর মতো ৩৯তম বিসিএস (১ম পর্যায়) এ নিয়োগপ্রাপ্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়িত চিকিৎসকগণেরও প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে উপজেলা পর্যায়ের চাকরিকাল ০১ (এক) বছর প্রমার্জন করা হলো’ এতে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘কোডিড ডেডিকেটেড হাসপাতালে কোনো চিকিৎসকের কর্মকাল ০১ (এক) বছর না হলে তিনি কোভিড ডেডিকেটেড হাসপাতালের কর্মকাল অনুযায়ী প্রমার্জন প্রাপ্য হবেন।’
এতে বলা হয়, এ প্রমার্জন ভবিষ্যতে অনুরূপ ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহৃত হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।