৫ বছরে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ হয়েছে

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-27 14:41:03
৫ বছরে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ হয়েছে

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএসের নিয়োগ পাওয়া চিকিৎসকদের বরণ করে নেওয়া হয়

বর্তমান সরকারের বিগত ৫ বছরে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএসের নিয়োগ পাওয়া চিকিৎসকদের নবীনবরণ অনুষ্ঠানে একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকের পাশাপাশি গত ৫ বছরে আমরা ২০ হাজার নার্স নিয়োগ দিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘দেশে সরকারি মেডকেল কলেজ আছে ৩৮টি। আরও চারটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা রয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘টিকাদানের দিক থেকে বিশ্বের ২০০টি দেশের মধ্যে আমরা ১০ নম্বরে রয়েছি। শনিবার গণটিকা কার্যক্রমে ১ কোটি ২০ লাখ ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি ১২ লাখ প্রথম ডোজ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এর মাধ্যমে ডব্লিউএইচওর বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে আমরা ৩ শতাংশ বেশি মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছি।’


আরও দেখুন: