‘আর লকডাউন প্রয়োজন নেই’

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-26 18:30:41
‘আর লকডাউন প্রয়োজন নেই’

মাস্ক না পরলে আবারো করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে

দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। এখন টিকা ও মাস্ক কার্যক্রমে জোর দেওয়া হবে।’

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘বিনামূল্যে টিকা কার্যক্রমের পাশপাশি করোনার পরীক্ষা ও চিকিৎসায় নজির স্থাপন করেছে বর্তমান সরকার। যার সুফল ভোগ করছে দেশবাসী। করোনার সংক্রমণ নেমে এসেছে ৫ শতাংশের নিচে। ভবিষ্যতে আর লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ দেওয়ার প্রয়োজন হবে না।’

ফরহাদ হোসেন বলেন, ‘সাধারণ মানুষকে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আবারো করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। শুধু মাস্কই পারে করোনার সংক্রমণ কমানোর পাশপাশি ফুসফুসের নানা রোগ থেকে মানুষকে রক্ষা করতে। এ ছাড়া মাস্ক পরলে অন্য ভাইরাস থেকেও মানুষ মুক্ত থাকবে।’


আরও দেখুন: