ঢামেকে টিকা নিতে ব্যাপক সাড়া

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-26 16:18:24
ঢামেকে টিকা নিতে ব্যাপক সাড়া

১০ হাজার ডোজ দেওয়ার লক্ষ্য

এক দিনে ১ কোটি টিকা কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৬টি বুথে টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৭ হাজার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক।
ডক্টর টিভিকে তিনি বলেন, ‘আমাদের এখানে আমরা ১০ হাজার ডোজ দেওয়ার লক্ষ্য নিয়েছি। আশা করছি, বাকি সময়ের মধ্যে তা পূরণ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘টিকা নিতে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। প্রচণ্ড ভিড় ও রোদ উপেক্ষা করে মানুষ স্বাস্থ্যবিধি মেনে টিকা নিচ্ছেন।’
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সকালে তিনি হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. টিটো মিঞা প্রমুখ।
সারা দেশের ২৮ হাজার বুথে একযোগে টিকা দেওয়া হচ্ছে। ১৮ বছর ঊর্ধ্ব বয়সী যেকোনো মানুষ নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারছেন।


আরও দেখুন: