টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল!

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-26 13:33:09
টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল!

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

আতিক বলেন, ‘সরকার বিনাপয়সায় টিকা দিচ্ছে। আপনি হেলায় টিকা নেবেন না, আপনি গুরুত্ব দেবেন না, এটা একটা অপরাধ।’

‘আপনার ট্রেড লাইসেন্স পাওয়ার যোগ্যতা নেই। এটি একটি অপরাধ আর অপরাধ যদি হয়, অবশ্যই তার শাস্তি হবে। সেই শান্তি হলো ট্রেড লাইসেন্স বন্ধ’ হুঁশিয়ারি দেন তিনি।

শ্রমিকদের ক্ষেত্রে শাস্তি কী হবে জানতে চাইলে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমি গতকাল খোলা রেখেছি গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। মালিকরা আমাকে বলেছে, দরকার হলে গার্মেন্টসের জন্য আলাদা বন্দবস্ত করে দেবো। সেখানে অনেক শ্রমিক থাকে কিন্তু টিকার আওতায় সবাইকে নিতে হবে।’

তিনি বলেন, ‘গণটিকা কার্যক্রম আজই শেষ হবে। তাই সবাইকে বলতে চাই, আপনারা আসুন, টিকা নিন।’

এক কোটি মানুষকে শনিবার করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দিতে চায় সরকার। এ কর্মসূচি সফল হলে মোট জনসংখ্যার ৭০ শতাংশ টিকার আওতায় আসবে।


আরও দেখুন: