বিএসএমএমইউ’র রেসিডেন্টদের ইনডাকশন ১ মার্চ

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-24 13:49:04
বিএসএমএমইউ’র রেসিডেন্টদের ইনডাকশন ১ মার্চ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ ২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত রেসিডেন্টদের ইনডাকশন প্রোগ্রাম আগামী ১ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিএসএমএমইউ অধীনে অধিভূক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউট সমূহে মার্চ ২০২২ শিক্ষাবর্ষে এমডি এবং এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ তে ভর্তিকৃত রেসিডেন্টদের আবেশন (ইনডাকশন) প্রোগ্রাম আগামী ১ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, ভর্তিকৃত রেসিডেন্টদের উক্ত তারিখে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের এ ও বি-ব্লকের মধ্যবর্তী স্থানে নির্মিতব্য রেজিস্ট্রেশন প্যান্ডেল উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কোর্স ডাইরেক্টর, উপ-রেজিস্ট্রার শিক্ষা, অধ্যক্ষ/পরিচালক সেকশন অফিসার সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

আদেশটি দেখতে এখানে ক্লিক করুন


আরও দেখুন: